প্রেমের ঘটনায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা, শনাক্ত ৩
<![CDATA[
প্রেমের ঘটনার জের ধরে চট্টগ্রামে ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রিকাত নামে এক কিশোরকে হত্যার ঘটনায় তিনজনকে শনাক্ত করেছে পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) বিকেলে বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম রিকাত কর্ণফুলী উপজেলার বড় উঠানের মো. শরীফের ছেলে। বর্তমানে সে নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকার ভাড়াটিয়া। ওয়াসিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিল সে।
নিহত রিকাতের পিতা মো. শরীফ সময় সংবাদকে জানান, দুপুরে আমার ছেলে রিকাত আমার সঙ্গে ঘরে অবস্থান করছিল। হঠাৎ তার মোবাইলে ফোন আসে। এ সময় ফোন করে তাকে কয়েকজন বলিরহাট এলাকায় দেখা করতে বলে। দেখা করতে গেলে হৃদয় ও সাকিবসহ আরও এক যুবক রিকাতকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে জখম করে। এর পর আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ, অতঃপর…
এ সময় রিকাতের বন্ধুরা জানান, রাকিবুল ইসলামকে ছুরিকাহত অবস্থায় খরমপাড়ার মুখে সিএনজি অটোরিকশাতে পেয়েছি। তারপর তার পরিবারের লোকজনকে খবর দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে মেরেছে জানি না। কিন্তু রিকাত খুব ভালো ছেলে। এলাকায় সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
আরও পড়ুন: প্রেমের কারণে ব্যবসায়ী খুন, দাবি স্বজনদের
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন রিকাতের স্বজন ও বন্ধুরা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম সময় সংবাদকে জানান, মূলত হৃদয় ও রিকাত ছিল বন্ধু। একই মেয়েকে তারা পছন্দ করতো। প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
]]>




