‘প্রেসক্রিপশন ছাড়া কোনো এন্টিবায়োটিক বিক্রি করা যাবে না’
<![CDATA[
বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদফতরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে জেলা ঔষধ প্রশাসন অধিদফতরের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
এতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা এবং শহরের ঔষধ ব্যবসায়ীরা অংশ নেন। পরে র্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
আরও পড়ুন: গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আলসারের ঝুঁকি ৪৫ শতাংশ: বিএসএমএমইউ উপাচার্য
এ সময় জেলা প্রশাসক ফার্মাসিস্টদের উদ্দেশ্য করে বলেন, এন্টিবায়োটিক খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। একজন চিকিৎসক যখন এন্টিবায়োটিক লিখেন তখন সেটি কোর্স হিসেবে ৫ থেকে ৭ দিনের জন্য লিখেন। সেক্ষেত্রে রোগীরা ফার্মেসিতে গিয়ে ২ দিনের জন্য এন্টিবায়োটিক নিয়ে সেই কোর্স পূরণ করেন না। এতে করে রোগীরাই বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যারা ঔষধ ব্যবসায় জড়িত তাদের দায়িত্ব থাকবে অবশ্যই প্রেসক্রিপশন দেখে রোগীকে বলে দেয়া যেন এন্টিবায়োটিক কোর্সটি সম্পন্ন করেন। তাছাড়া প্রতিটি ওষুধের দোকানে প্রেসক্রিপশন রেজিস্টার রাখতে হবে। এন্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে অবশ্যই সেই রেজিস্টারে তথ্য থাকতে হবে। প্রেসক্রিপশন ছাড়া কোনো এন্টিবায়োটিক বিক্রি করা যাবে না। যারা বিক্রি করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: অ্যান্টিবায়োটিক চেনাতে লাল চিহ্ন সতর্কতা
জেলা প্রশাসক আরও বলেন, সরকার সারা দেশে বিদ্যুৎ সাশ্রয়ে কাজ করছেন। সেজন্য রাত ৮টার পর থেকে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু ফার্মেসি বন্ধের কোনো নির্দেশনা দেয়া হয়নি। সেজন্য যারা ফার্মেসি ব্যবসায় জড়িত তারা যেন নিজ দায়িত্বে কম আলোর মধ্যে তাদের ব্যবসা পরিচালনা করেন সেজন্য আহ্বান জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন, জেলা ঔষধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূঁইয়া, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাখাওয়াত হোসেন, জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আহাম্মদ হোসেন প্রমুখ।
]]>