প্রেসক্লাবের সামনে মারধরের শিকার দুই সাংবাদিক
<![CDATA[
সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে মারধর করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে মানববন্ধন চলাকালে এ মারধরের ঘটনা ঘটে।
মারধরের শিকার সাংবাদিকরা হলেন: দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার পলিটিকাল বিটের রিপোর্টার হাসিব পান্থ (২৪) ও মানবজমিনের রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ (২২)।
আহত দুই সাংবাদিক জানান, ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে মহানগর দক্ষিণ ছাত্রলীগের মানববন্ধন চলছিল। সেই নিউজ কাভার করছিলাম আমরা। তখন তাদের নিজেদের মধ্যে মারামারি শুরু হয়। এটি দেখে আমরা মুঠোফোনে দৃশ্যধারণ করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদেরকে মারধর করে। আমাদের মোবাইল ফোন ও টায়পড হাতিয়ে নেয়। এছাড়া পান্থর পকেটে থাকা ১০ হাজার ৩শ’ টাকা ছিনিয়ে নেয়।’
আরও পড়ুন: সন্ত্রাস-জঙ্গিবাদ ছাড়া বিএনপি কিছুই দিতে পারেনি: প্রধানমন্ত্রী
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত দুইজন জরুরি বিভাগের নিউরোসার্জারি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
]]>