খেলা

প্রোটিয়াদের বিপক্ষে ফিরছেন কোন বোলার?

<![CDATA[

নেদারল্যান্ডসের বিপক্ষে অধিনায়ক সাকিব আল হাসানকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে দেননি তাসকিন আহমেদ। বিপজ্জনক হয়ে ওঠা কলিন অ্যাকারম্যানকে তিনি ফিরিয়েছেন সময় মতোই। জিতলেও পঞ্চম বোলারের ঘাটতি ভালোই টের পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাই একই পথে হাঁটতে চাইবেন না সাকিব।

একাদশে ফিরতে পারেন এবাদত হোসেন, নাসুম আহমেদ অথবা মেহেদী হাসান মিরাজ। প্রোটিয়াদের বিপক্ষে কাকে খেলাবেন সে বিষয়টি অবশ্য ধোঁয়াশায় রেখেছেন সাকিব। তবে টাইগার অধিনায়কের বক্তব্যে স্পষ্ট, সিডনিতে পঞ্চম বোলার হিসেবে যুক্ত হবে কোনো স্পিনারই।

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

ম্যাচের আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব। সেখানে তাকে প্রশ্ন করা হয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পঞ্চম বোলার হিসেবে কে আসতে পারেন একাদশে?

জবাবে সাকিব বলেন, ‘এখনই বলতে চাই না। আমরা প্রতিপক্ষ, কন্ডিশন দেখে সিদ্ধান্ত নিব। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্যই আমরা এভাবে নিজেদের প্রস্তুত করেছি। এখানে ডাইমেনশন ভিন্ন, উইন ফ্যাক্টর ভিন্ন আবার আবহাওয়াও ভিন্ন। সব কিছু চিন্তা করেই আমরা পরিকল্পনা করছি। সব সিদ্ধান্ত আমাদের পক্ষে নাও যেতে পারে। তবে আমরা এভাবেই পরিকল্পনা সাজিয়েছি।’

আরও পড়ুন: মাশরাফীর পর তাসকিনই এখন পেসারদের লিডার: সাকিব

নেদারল্যান্ডসের বিপক্ষে চার নিয়মিত বোলার নিয়ে ম্যাচ জিতলেও পঞ্চম বোলারের প্রসঙ্গটা বেশ যৌক্তিকই ছিল। পার্ট টাইম বোলার হিসেবে সে ম্যাচে যাদের খেলানো হয়েছে তারা কেউই সুবিধা করতে পারেননি। মোসাদ্দেক হোসেন এক ওভার করে দিয়েছেন ১৪ রান। সৌম্য সরকার ৩ ওভারে দিয়েছেন ২৯ রান।

ইনিংসের ১৭তম ওভারে অ্যাকারম্যানকে তাসকিন  না ফেরালে হয়তো ম্যাচের ফলাফলই বাংলাদেশের পক্ষে থাকত না। সবেচেয়ে কঠিন পরীক্ষা দিতে হতো সাকিবকে। কাকে দিয়ে কোন ওভার করাবেন সে সংশয়ে থাকতে হতো তাকে। ১০১ রানে ৯ উইকেট হারানো ডাচরা শেষ উইকেটে ১৯ বলে ৩৪ রান তোলেন। সৌম্য সরকারকে যখন একের পর এক বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়ে যাচ্ছিলেন দশ নম্বরে ব্যাট করতে নামা পল মিকেরেন, তখন পঞ্চম বিশেষায়িত বোলারের অভাব ভালোই টের পাচ্ছিলেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই রকম ভুল করতে চাইবে না বাংলাদেশ। তাই একাদশে পরিবর্তনের আভাস। তবে সিডনিতে পঞ্চম বোলার হিসেবে কোনো পেসারকে অন্তর্ভুক্ত করবেন নাকি স্পিনারকে খেলাবেন সেটা খোলাসা করেননি সাকিব। অবশ্য সাকিবের বক্তব্যে স্পষ্ট সিডনির পিচ কিছুটা স্পিন সহায়ক হওয়ায়, সেখানে দলে যুক্ত হতে পারেন কোনো স্পিনারই। অর্থাৎ শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের বদলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাসুম আহমেদের ফেরার সম্ভাবনাই বেশি। সে তালিকায় অবশ্য আছে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নামও।

আরও পড়ুন: এক ম্যাচে দুই ভিন্ন রেকর্ড ফিঞ্চ-স্টইনিসের

সিডনির স্পিন সহায়ক উইকেটের বিষয়ে সাকিব বলেন, ‘ সাধারণত অস্ট্রেলিয়ার যে কোনো উইকেটের চেয়ে এখানে স্পিনাররা বেশি সুবিধা পেয়ে থাকে। তাই যে কোনো দলের সঙ্গে এখানে খেলতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করব। যদিও আইসিসির ইভেন্টগুলোতে দুই ধরনের উইকেটকেই প্রাধান্য দিয়ে পিচ তৈরি করা হয়।’
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!