ফরিদপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
<![CDATA[
ফরিদপুরের সালথা উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার মেম্বার গট্টি নামক এলাকার রাস্তার পাশের একটি খাদ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
অজ্ঞাত ওই যুবকের বয়স ২৪ থেকে ২৫ বছর হতে পারে বলে ধারণা স্থানীয়দের।
আরও পড়ুন: সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ
স্থানীয়রা জানান, বিকালে গরুর ঘাস কাটতে গিয়ে এক কৃষক রাস্তার পাশের খাদে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে রয়েছে জিন্সের নীল প্যান্ট, গায়ে খয়েরী গেঞ্জি ও পায়ে স্যান্ডেল।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। তবে, নিহতের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
]]>




