ফরিদপুরে ককটেল বিস্ফোরণে বিএনপির তিন নেতাকর্মী গ্রেফতার
<![CDATA[
ফরিদপুরের সালথা উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে ফরিদপুরের আদালতে তাদের পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সালথার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের মো. মহিদ্দীন মাতুব্বরের ছেলে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. নাছির মাতুব্বর (৪৩), আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের মৃত তফছির উদ্দীনের ছেলে বিএনপি কর্মী আমিনুল ইসলাম (৩৮) ও পাশের কিত্তা গ্রামের মৃত আছির উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৪৪)।
স্থানীরা জানান, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে সালথা কলেজ মাঠের পাশে হঠাৎ করে পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ হয়। তখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তারা দেখেনি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিএনপির ৭১ নেতাকর্মী নামে মামলা
শুক্রবার বিকেলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে দুর্বৃত্তরা। এতে আমাদের দুই এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ শটগানের ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, বিস্ফোরণের ঘটনায় সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বাদী হয়ে বিস্ফোরণ দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে স্থানীয় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
]]>




