বিনোদন

ফরিদপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

<![CDATA[

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়মের অভিযোগে ওই প্রতিষ্ঠান তিনটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন অপরাধে বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তা সংলগ্ন কোহিনূর ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৩০ হাজার, হাসপাতাল সড়কের আল আমিন সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ২০ হাজার এবং মীম ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিষ্কার ও নোংরা পরিবেশ, রেজিস্টার মেইনটেইন না করা, অপারেশন থিয়েটারের পাশে রান্নার সরঞ্জাম রাখা, ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগীকে প্রদেয় রিপোর্টে চিকিৎসক/টেকনোলজিস্টের নাম/পদবী না থাকা, রিপোর্টের ডুপ্লিকেট কপি ডায়াগনস্টিক সেন্টারে না রাখাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

আরও পড়ুন:  বেসরকারি হাসপাতালে র‌্যাবের অভিযান অতঃপর…

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কেএম মাহমুদ রহমান এবং পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন বলেন, তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করে সর্তক করা হয়েছে। তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্রও পাওয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!