বিনোদন
ফরেন সার্ভিস একাডেমির নতুন রেক্টর মাশফী বিনতে শামস
<![CDATA[
মাশফী বিনতে শামসকে চুক্তিতে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অসরপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১)।
সোমবার (২ জানুয়ারি) এ আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত এ কর্মকর্তার অবসর-পরবর্তী ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে পরবর্তী দুই বছর মেয়াদে রেক্টর নিয়োগ দেয়া হয়েছে।
আরও পড়ুন: লিট ফেস্টে অংশ নিচ্ছেন তিন দেশের কিংবদন্তি ক্রিকেটার
এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
]]>




