ফাঁড়ি থেকে ছিনিয়ে নেয়া মাদক কারবারিসহ গ্রেফতার ৫
<![CDATA[
চট্টগ্রাম নগরীতে পুলিশ ফাঁড়িতে হামলা করে ছিনিয়ে নেয়া দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি করে দুই ইয়াবা বিক্রেতাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন মুহাম্মদ আলী হোসেন বলেন, মামলার আসামি হানিফ ও মহিউদ্দিন গত চারদিন ধরে এলাকায় ছিল না। বোয়ালখালী, পটিয়া, রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার পর মঙ্গলবার রাতে হানিফ ও তার ভাইসহ চারজন ঢাকায় পালিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাটে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া তাদের দেয়া তথ্য অনুযায়ী অপর ইয়াবা ব্যবসায়ী মহিউদ্দিনকে বোয়ালখালি উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: রংপুরে মাদক কারবারিসহ গ্রেফতার ৩
গত ১৯ নভেম্বর রাতে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে নেয়া হচ্ছিল। এ সময় কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ এবং মাদক বিক্রেতাদের সহযোগীরা মিলে পুলিশের ওপর হামলা চালিয়ে ওই দু’জনকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে দুটি মামলা করে পুলিশ।
]]>