বিনোদন

ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফিল্ডিং বেছে নিল ইংল্যান্ড

<![CDATA[

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। পরিসংখ্যান বলছে, অ্যাডিলেডে সংক্ষিপ্ত সংস্করণে টস জেতা দল কখনো ম্যাচ জেতেনি। ইংলিশরা সে ভাগ্য বদলাতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

অ্যাডিলেডে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ক্রিকেটের দুই পরাশক্তি, মাঠ আর মাঠের বাইরেও যাদের দাপট সমানে সমান, আইসিসির টেবিল থেকে অ্যাডিলেড ওভাল সবখানেই ভারত আর ইংল্যান্ডের বিচরণ সিংহের মতো। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এখন দুই পাওয়ার হাউসের ব্যাটল দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন: ফাইনালে ভারত নাকি ইংল্যান্ড, কার অপেক্ষায় শোয়েব?

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। এরপর গেল ১৫ বছরে একবার ফাইনাল আর একবার সেমিফাইনালে এসে থেমেছে তাদের জয়রথ। অন্তত এবার আর একই ঘটনার পুনরাবৃত্তি চান না ভারত ক্যাপ্টেন রোহিত শর্মা। অ্যাডিলেড ওভালও কথা বলছে তাদের পক্ষে। এখানে খেলা দুটি টি-টোয়েন্টিতে শতভাগ জয় তাদের। জয়রথ ধরে রাখতে চান মেলবোর্ন পর্যন্ত।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘আগে কী হয়েছিল, মনে রাখতে চাই না। এটা নতুন ম্যাচ। সেভাবেই দেখছি। এখানে এসেছি চ্যাম্পিয়ন হতে। এখনো সেটাই আমাদের লক্ষ্য। সবাই প্রস্তুত, লড়াইটা জম্পেশ হবে।’

ব্যাটিংয়ে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব কিংবা বোলিংয়ে আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া – দুই ডিপার্টমেন্টই বেশ ব্যালেন্সড ম্যান ইন ব্লুদের। রোহিত তাই আরেকটা ম্যাচের মতোই জয়ের ধারা ধরে রাখতে চান।

ভারতের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাদ পেয়েছে ইংল্যান্ডও। ফর্মের তুঙ্গে আছেন থ্রি লায়নরা। চলতি বছর ২৪ ম্যাচের ১৩টাতেই জয়। তবে দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে আছে প্রতিপক্ষরা। ২২ ম্যাচে ১২টি জয় ভারতের। তবে সে সব পরিসংখ্যান নিয়ে ভাবছেন না ইংলিশ অধিনায়ক জস বাটলার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পরিসংখ্যান আপনাকে ম্যাচ জেতাবে না। আমরা এখানে জিততে এসেছি। সেভাবেই পুরো আসর খেলছি। আমাদের সেরাটা এখনো দেয়া বাকি। আশা করি ছেলেরা ওভাবেই খেলবে।’

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা আরও বাড়ল

বাটলারকে প্রশ্ন করা হয়েছিল, সবাই ভারত-পাকিস্তান ফাইনাল চায়, আপনি? উত্তরে ইংলিশ ক্যাপ্টেন একদম স্ট্রেইট ফরওয়ার্ড। বাটলার বলেন, ‘দেখুন, আমরা অবশ্যই চাইব না ভারত–পাকিস্তান ফাইনাল হোক। এটা হতে না দিতে যা কিছু করা দরকার, করব।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!