ফানুস পড়ে রাজধানীর দুই স্থানে আগুন
<![CDATA[
ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে থার্টি ফার্স্ট নাইটে উড়ানো ফানুস পড়ে রাজধানীর পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন সময় সংবাদকে বলেন, একটি ফানুস লালবাগ এলাকার মৌলভীবাজারে বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে এবং আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করেই থার্টি ফার্স্ট উদযাপন
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের অপর ঘটনাটি ঘটেছে পুরান ঢাকার সদরঘাট এলাকায়। সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটি ফানুস পড়লে আগুন ধরে যায়। স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়।
তবে এসব ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি তাৎক্ষণিক জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন : ফানুস না ওড়াতে অনুরোধ ফায়ার সার্ভিসের
এরশাদ হোসেন আরও বলেন, মিরপুরে ছোট একটি অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। তবে সেটি ফানুস থেকে সৃষ্টি হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে সারা দেশে অন্তত ২০০টি স্পটে আগুন লাগে। শুধু রাজধানীতেই প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগেই ফানুস না উড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।
]]>




