Feni (ফেনী)ফেনী সদরশিক্ষাসর্বশেষ

ফালাহিয়া মাদরাসার হাই হুজুর আর নেই

শহর প্রতিনিধি :

ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবদুল হাই আর নেই। রবিবার সকালে শহরের শান্তি কোম্পানী সড়কের নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘজীবনে তিনি শর্শদী দারুল উলুম মাদরাসা, বিরলী ইসলামিয়া মাদরাসায় শিক্ষকতা করেন।

বিকালে ফালাহিয়া মাদরাসা মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় সহকর্মী, স্থানীয় বাসিন্দা ও বিপুল সংখ্যক ছাত্র অংশ নেন। মাদরাসার সিনিয়র শিক্ষক আবু বকর ছিদ্দিক মানিকের পরিচালনায় জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন ও মাদরাসা গভর্নিং বডির সাবেক সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, বর্তমান সভাপতি ও পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক একেএম সামছুদ্দীন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ খান, সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভূঞা বেলাল, মরহুমের সহপাঠি মুহাদ্দিস আবদুর রাজ্জাক, নিকটাত্মীয় আবদুল্লাহ আনছারী প্রমুখ। মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ জানাযায় ইমামতি করেন।

সন্ধ্যায় সদর উপজেলার শর্শদী ইউনিয়নের জেরকাছাড় এলাকার নিজ বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!