ফিটনেস ফিরে পেতে জোর অনুশীলনে মাশরাফী
<![CDATA[
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ফিটনেস ফিরে পেতে নড়াইলে জোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। নিজ এলাকার প্রথম বিভাগ ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করছেন নড়াইল এক্সপ্রেস।
রাজনীতি ও খেলার মাঠ–সফলভাবে একসঙ্গে এই দুই-ই সামলে চলেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও দেশের ক্রিকেটের কিংবদন্তি মাশরাফী বিন মোর্ত্তজা। এলাকাবাসীর প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ শিরোনামে বিভিন্ন ইউনিয়নে এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজিত জবাবদিহিমূলক অনুষ্ঠানে যোগ দিতে এমপি মাশরাফী বর্তমানে অবস্থান করছেন নড়াইলে।
কিন্তু থেমে নেই ক্রিকেট অনুশীলন। এক সপ্তাহ পরই শুরু হচ্ছে বিপিএল। এই টি-২০ আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে নড়াইল বীরশ্রেষ্ঠ স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ম্যাশ।
মাঠে নেমে কিছু সময় ওয়ার্মআপ। এরপরই শুরু হয় মূল অনুশীলন। প্রথমে বোলিং অনুশীলন, পরে শানিয়ে নেন ব্যাটিংটাও। সব মিলিয়ে মাঠে অন্তত দুই ঘণ্টা অনুশীলন করেন মাশরাফী। এর মাঝে আবার মেটাতে হয় ভক্ত-অনুরাগীদের আবদারও। প্রিয় ব্যক্তিত্বের সান্নিধ্যে অভিভূত সবাই।
আরও পড়ুন: রোনালদোর পর ম্যান ইউ ছাড়ল ছেলেও
এলাকাবাসী বলছেন, ‘আমরা তাকে (মাশরাফী) কাছ থেকে কমই পাই। ভাইকে কাছে পেয়ে নতুন প্রজন্মের সবাই খুব খুশি। তার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারছি।’
মাশরাফী বলেন, ‘বিপিএলের জন্য প্রস্তুতি চলছে। আগামী সোমবার (২ জানুয়ারি) থেকে অফিশিয়ালি অনুশীলন শুরু হবে। তাই আগে থেকেই নিজেকে একটু প্রস্তুত করার চেষ্টা করছি।’
শুধু নিজের খেলা নয়, জনপ্রতিনিধি হিসেবে নড়াইলের ক্রীড়াঙ্গন নিয়েও ভাবতে হয় মাশরাফীকে। জানালেন নানা পরিকল্পনার কথা।
আরও পড়ুন: এবার ‘মার্টিনেজ বিতর্কে’ জড়ালেন ডি মারিয়ার স্ত্রী
সাবেক টাইগার অধিনায়ক বলেন, ‘নড়াইলে খেলাধুলার জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা করছি। ৪০টি জেলার জন্য একটি প্রকল্পের অংশ হিসেবে নড়াইলে স্টেডিয়াম তৈরি করা হবে। বর্তমানে প্রকল্পটি একনেকে আছে।’
আগামী শুক্রবার (৬ জানুয়ারি) শুরু হচ্ছে বিপিএলের নবম আসর। উদ্বোধনী দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স দল।
]]>




