বাংলাদেশ

ফিফা বর্ষসেরা তালিকা প্রকাশ, নেই রোনালদোর নাম

<![CDATA[

কে হবেন ২০২২ সালের সেরা ফুটবলার? সে প্রশ্নের উত্তর খুঁজতেই আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) একটি তালিকা তৈরি করেছে। সেখানে ১৪ ফুটবলারের নাম প্রকাশ করা হয়েছে। তবে সে তালিকায় জায়গা পাননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর অনুমিতভাবে তালিকায় রয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।

প্রকাশিত তালিকা থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি সেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে। এর আগে চলবে ভোট গ্রহণ। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকেরা সেখানে ভোট দিতে পারবেন। ১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ শেষে সবকিছু পর্যালোচনা করে প্রকাশ করা হবে বছরের সেরা ফুটবলারের নাম।

আরও পড়ুন: রোনালদোর চেয়েও বেশি টাকায় মেসিকে প্রস্তাব দিচ্ছে আরেক সৌদি ক্লাব?

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১–২২ মৌসুমের শুরু থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত সময়ের মধ্যে যারা ভালো করেছেন তাদের নিয়েই পরবর্তী কার্যক্রম করা হবে এবং এই সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে সেরার নাম ঘোষণা করা হবে। ১৪ খেলোয়াড়ের তালিকায় রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। ব্রাজিল থেকে রয়েছেন নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র। কাতার বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্স থেকে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা।

আরও পড়ুন: চতুর্থবারের মতো বিয়ে করতে যাচ্ছেন রোনালদো

এছাড়া তালিকায় রয়েছেন—বেলজিয়ামের কেভিন ডি ব্রুইন, নরওয়ের আর্লিং হালান্ড, মিশরের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ, মরক্কোর আশরাফ হাকিমি, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম, সেনেগালের তারকা সাদিও মানে এবং পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেভানদোভস্কি। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!