ফুটবলারদের জন্য নতুন অ্যাপ চালু করছে ফিফা
<![CDATA[
কাতার বিশ্বকাপের জন্য কতই-না নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করছে কর্তৃপক্ষ। এর আগে জানানো হয়েছিল, বিশ্বকাপে মাঠে বসে খেলা খেলতে হলে লাগবে ‘হায়া কার্ড’। এবার এক নতুন অ্যাপই চালু করতে যাচ্ছে ফিফা। কী থাকছে এই অ্যাপে? চলুন জেনে নেয়া যাক।
ফিফা সভাপতি জিয়ান্না ইনফান্তিনোর ২০২২-২৩ ভিশন সামনে রেখে ফুটবলের প্রযুক্তিগত উন্নয়নের জন্য ‘ফিফা প্লেয়ার অ্যাপ’ বানানো হয়েছে। এই অ্যাপের মাধ্যমে মাঠের পারফরম্যান্স তৎক্ষণাৎ জানতে পারবেন ফুটবলাররা। ফিফপ্রোর সঙ্গে সম্মিলিতভাবে এই অ্যাপ বানিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। কাতার বিশ্বকাপেই এ অ্যাপ ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ /নান্দনিক স্টেডিয়াম আহমদ বিন আলি প্রস্তুত
এদিকে ফিফা প্লেয়ার অ্যাপ প্রতিটি খেলোয়াড়কে প্রতিটি ম্যাচের পরই তাদের ব্যক্তিগত পারফরম্যান্স, ডেটা অ্যাক্সেস করার সুযোগ দেবে। শুধু তাই নয়, ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সের ডেটা সিঙ্ক্রোনাইজ করা হবে, যাতে খেলোয়াড়রা বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল ব্যবহার করে তাদের নিজস্ব পারফরম্যান্সের সমস্ত মুহূর্ত বিস্তারিতভাবে দেখতে পারেন।
অ্যাপে আরও যা থাকছে–
ফুটবল ডেটা মেট্রিক্স
ফিফার উচ্চ প্রশিক্ষিত ফুটবল পারফরম্যান্স বিশ্লেষকদের মাধ্যমে পাওয়া ডেটা আর ট্র্যাকিং ডেটার সম্মিলিত তথ্য পাওয়া যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, পাস দেয়া বা রিসিভ করার সময় বল দখলে প্রতিপক্ষ কী পরিমাণ চাপ প্রয়োগ করেছে।
খেলোয়াড়দের শারীরিক পারফরম্যান্স পরীক্ষা
স্টেডিয়ামের চারপাশের ক্যামেরার ইন-ট্রাফিকিংয়ের মাধ্যমে মাঠে থাকা খেলোয়াড়দের ডেটা সংগ্রহ করা হবে। কত গতিতে কতটুকু দূরত্ব অতিক্রম করলেন একজন ফুটবলার, ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি গতির অ্যাকশন সংখ্যা, সর্বোচ্চ গতি পজিশনাল হিট ম্যাপে দেখা যাবে।
আরও পড়ুন: ২০২৪ ইউরোতেও খেলতে চান রোনালদো
ফুটবল ইন্টেলিজেন্স মেট্রিক্স
ফিফার পারফরম্যান্স বিশ্লেষণ এবং দলের ইনসাইট ডেটা নেয়া হবে। তারপর ডেটাকে অ্যালগরিদম এবং মডেলে ফেলানো হবে। ম্যাচ বিশ্লেষণ করার জন্য এটা সবচেয়ে আকর্ষণীয় পদ্ধতি।
]]>




