বিনোদন

ফুটবলারদের ব্যর্থতার কারণ অনুসন্ধানে বাফুফে

<![CDATA[

গেল বছর নভেম্বরে মাহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে শেষ জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। এরপর থেকে জয় যেন দূরের বাতিঘর হয়ে গিয়েছিল জামালদের জন্য। অবশেষে গত ২২ সেপ্টেম্বর কেটেছে খরা। র‌্যাংকিংয় এগিয়ে থাকা কম্বোডিয়াকে হারিয়ে দীর্ঘদিন পর ধরা দেয় জয়। ক্যাবরেরা দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম জয় লাল-সবুজদের। টানা দ্বিতীয় জয়ের খোঁজে নেপালে পা রেখেছিল বাংলাদেশ।

এক সপ্তাহ আগে যে দশরথে নেপালকে ৩-১ গোলে হারিয়ে নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনারা। সেই একই ভেন্যুতে জামালদের পাত্তাই দেয়নি কিরন কুমাররা। একই ব্যবধানে নেপালের কাছে হারে জাতীয় দল। মাত্র এক জয়ের পরই আবারও ছন্দপতনে হতাশ দেশের ফুটবলপ্রেমীরা।

দলের এমন বাজে পারফরমেন্সে হতাশ ফেডারেশনও। কেন এমন দৈন্যদশা তার কারণ খুঁজে বের করা হবে শিগগিরই। আগামী দশ থেকে ১২ দিনের মধ্যেই ব্যর্থতার কারণ অনুসন্ধান করবে বাফুফে। ন্যাশনাল টিমস কমিটির সভা শেষেই আসবে সিদ্ধান্ত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ন্যাশনাল টিমস কমিটির একটি সভা আছে। সেখানে আমাদের সাম্প্রতিক সময়ের বিভিন্ন ফলাফল, টেকনিক্যাল রিপোর্টসহ নানা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে। এরপর পরবর্তীকালে আমাদের করণীয় বিষয়গুলো সবার সামনে নিয়ে আসবো।

আরও পড়ুন: ময়মনসিংহে নারী ফুটবলারদেরকে সংবর্ধনার নামে যা ঘটল

এ বছর ৮ জানুয়ারি বাংলাদেশের দায়িত্ব নিয়ে আসেন কোচ কাবরেরা। এরমধ্যে সফলতা নেই বললেই চলে। কম্বোডিয়ার বিপক্ষে জয় ছাড়া ঝুলিতে নেই তেমন সাফল্য। এক বছরের চুক্তির শেষ দিকে এই স্প্যানিশ কোচ। এমন ফলাফলের পর, আদৌ কি আর চাকরি থাকবে কাবরেরার?

উত্তরটা এখনি জানাতে চায়না বাফুফে। এক থেকে দের সপ্তাহের মধ্যেই কোচ নিয়ে ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ফুটবল ফেডারেশন।

বাফুফে সাধারণ সম্পাদক বলেন, বছর শেষে অবশ্যই আমাদের কোচের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। তারপর আমাদের ন্যাশনাল টিমস কমিটির কাছ থেকে কী সুপারিশ থাকে, সেগুলো নিয়ে টপ ম্যানেজমেন্টে কী চিন্তাভাবনা করে এবং তার চূড়ান্ত ফলাফল কী আসে, সেটা সময় হলেই সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন: এক ইনিংসে দুই রেকর্ড ভাঙলেন সূর্যকুমার

আগামী মার্চ পর্যন্ত বাংলাদেশ দলের ফিফা উইন্ডোতে কোন ম্যাচ নেই বলেও জানালেন সোহাগ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!