ফুলগাজীতে ভারতীয় শাড়ি ও কসমেটিকসহ আটক দুই, সিএনজিঅটোরিকশা জব্দ
ফুলগাজী | তারিখঃ October 30th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 100 বার

ফুলগাজী প্রতিনিধি->>
ফুলগাজীতে ভারতীয় শাড়ি ও বিপুল পরিমান কসমেটিকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে ফুলগাজী সদর ইউনিয়নের ঘনিয়ামোড়া তালতলা রাস্তার মাথা এলাকায় তল্লাশি করে ভারতীয় মালামাল দুইজনকে আটক করে পুলিশ। সময়
জব্দ করা হয়েছে একটি সিএনজিচালিত অটোরিকশা।
আটককৃতরা হলো,চট্টগ্রাম জেলার সন্দীপ থানার হারামিয়া ইউনিয়নের রফিক মেম্বারের বাড়ীর মো.নাছিরের ছেলে জাবেদ হাসান (২২) ও অপরজন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধোনসাহাদ্দা গ্রামের আব্দুল হাকিম বাড়ির আবদুল হালিম চৌধুরীর ছেলে মো. সোহেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফেনী-পরশুরাস সড়কের ফুলগাজী সদর ইউনিয়নের ঘনিয়ামোড়া তালতলা রাস্তার মাথা এলাকায় গাড়ি তল্লাশি করে। এসময় সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় মালামালসহ দুইজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায় আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৫০টি বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন রংয়ের ভারতীয় শাড়ী, ৪৩টি বডি লোশান, দিটি ব্র্যন্ডের ২০৬টি তেলের বোতল ও ১২টি প্লাষ্টিকের প্যাকেটে মোড়কজাত খাদ্য সামগ্রী।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ভারতীয় শাড়ি ও কসমেটিক এর আনুমানিক মুল্য এক লাখ ৯৬ হাজার ছয়শত টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।