Feni (ফেনী)ফুলগাজী

ফুলগাজীর বিজয়পুরে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

ফুলগাজী | তারিখঃ November 21st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 71 বার

ফুলগাজী প্রতিনিধি->>

ফুলগাজীর বিজয়পুরে জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফুলগাজী সদর ইউনিয়নের বিজয়পুরে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (অর্থ ও লজিস্টিক) রেজাউল রাব্বী মনির।

জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উঠান বৈঠকে অতিথি ছিলেন ফুলগাজী ইউনিয়ন পরিষদের সদস্য শামীমা সুলতানা।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ- পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ বিষয়ে অবহিতকরণ ও সম্পৃক্ততার লক্ষ্যে আলোচনা করা হয়।

উপপরিচালক রেজাউল রাব্বী মনির তাঁর বক্তব্যে বলেন,”প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থায় প্রভূত উন্নতি হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে দক্ষতা অর্জনের করে তৃণমূলের জনসাধারণ স্বনির্ভর হচ্ছে।”

অনুষ্ঠানে বিজয়পুর এলাকার তৃনমূল পর্যায়ের মহিলারা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে দশটি বিশেষ উদ্যোগ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!