Kurigram (কুড়িগ্রাম)ফুলবাড়িয়া উপজেলা
ফুলবাড়ীতে স্বামীর সাথে অভিমান করে নববধূর আত্মহত্যা
মিলন হক, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর সাথে অভিমান করে রুমি খাতুন নামে এক নববধূ ঘরের আড়ের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার(৩ মে) সকাল ৯ টার দিকে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের রিপিউজিটারি গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারী/ ওই নববধূ রিফিউজিটারি গ্রামের ইয়াসিন আলী স্ত্রী। গত ৫ মাস আগে তাদের বিয়ে হয় বলে জানা গেছে।
ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর রশীদ হারুন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা হয়েছে।



