ফুলবাড়ীয়া উপজেলা

ফুলবাড়ীতে বাল‍্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে চ‍্যাম্পিয়ন ফাদারদের শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুন্ঠিত হয়েছে

মিলন হক ,ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আরডিআরএস বাংলাদেশ বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের সার্বিক সহয়োগিতায় ও আয়োজনে ৮ই জুন(মঙ্গলবার) সকাল ১১:০০টায় ফুলবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে বাল‍্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে সকল চ‍্যাম্পিয়ন ফাদারদের নিয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী  অফিসার সুমন দাস,ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম রিজু,এসআই আশরাফ আলী, রেদোয়ান সাথিল প্রকল্প কর্মকর্তা (বিবিএফজি প্রকল্প আরডিআরএর প্রকল্প বাংলাদেশ,কুড়িগ্রাম,জুলফিকার আবু হানিফ সাপোর্ট ইনট্রিগ্রেশন স্পশালিষ্ট প্ল‍্যান ইন্টার ন‍্যাশনাল বাংলাদেশ, কুড়িগ্রাম, উপজেলা সমন্বয়ক ঝরনা বেগম  ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু ।
Learning & Earning IT Educare Center

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!