Kurigram (কুড়িগ্রাম)ফুলবাড়ীয়া উপজেলা
ফুলবাড়ীতে শেখ ফজিলাতুন্নেছা নেছা মুজিব বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন
মিলন হক, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহসান শেখ, ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবাব ফারহান, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা প্রমূখ।
সভাশেষে ৫ জন দুঃস্থ মহিলার মধ্যে সেলাই মেশিন ও ২ জনকে নগদ অর্থ বিতরণ করা হয়।