ফেনীতে অস্ত্র ও গুলিসহ আটক মুন্না জেলা যুবলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক
সদর প্রতিনিধি-
ফেনীর তেমুহানিতে একটি ওয়ান শুটার গান ও গুলিসহ আটক মো. এনায়েত উল্লাহ মুন্না (৩৪) জেলা যুবলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক বলে নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব।
তিনি আরো জানান, বিষয়টি তদন্ত করে মুন্নার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার তেমুহনী বাজারস্থ ফেনী জেলা ট্রাক্টর ড্রাইভার কল্যান সমবায় সমিতি লিমিটেড এর পাশে এনায়েত উল্লাহ মুন্না এর ‘ডিঙ্গি ডট নেট’ ফেনী অফিস রুম থেকে অস্ত্রসহ মো. এনায়েত উল্লাহ মুন্নাকে আটক করে র্যাব।
আটক মো. এনায়েত উল্লাহ মুন্না ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মো. মুছা মিয়ার ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারস্থ এনায়েত উল্লাহ মুন্না এর ডিঙ্গি ডট নেট ফেনী অফিস রুম তল্লাশি করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মো. এনায়েত উল্লাহ মুন্না দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব ধাওয়া করে তাকে আটক করে। পরে তার অফিস কক্ষ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী র্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে সে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে।
র্যাব আরো জানান, আটককৃত ব্যাক্তি ও উদ্ধারকৃত অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে র্যাব।