ফেনীতে আবারো স্বর্ণের দোকান লুট
<![CDATA[
ফেনীর সোনাগাজীতে দু‘মাসের কম সময়ের ব্যবধানে আবারো দোকানের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ ডিসেম্বর) রাতে পৌর শহরের তাহের জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
এর আগে গত ৩০ অক্টোবর উপজেলার জমাদার বাজারে অর্জুন জুয়েলার্সের মালিক অর্জুন চন্দ্র ভাদুড়িকে (৫১) কুপিয়ে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় মুখোশধারী সশস্ত্র ডাকাতের দল। এ সময় ডাকাতদের ছোড়া বোমার আঘাতে স্থানীয় কয়েকজন পথচারী আহত হন। পরে দীর্ঘ ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় অর্জুন ভাদুড়ি মারা যান। ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও সেই ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই আবারো এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
ওই দোকান মালিক জানান, দুর্বৃত্তরা দোকানের লকার ভেঙে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনার পর মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়ুন: মালিককে কুপিয়ে কোটি টাকার সোনা লুট, বোমা ফাটিয়ে পলায়ন
তাহের জুয়েলার্স নামের ওই দোকানের মালিক মো. রুবেল বলেন, গত রাতে তিনি দোকানের স্বর্ণালংকারগুলো লকারের ভেতরে রেখে তালাবন্ধ করে বাড়িতে যান। সকাল সাড়ে ৯টার দিকে তিনি দোকান খুলে দেখেন পেছনের দরজা ও লকারের তালা খোলা। এ ছাড়া দোকানের ভেতরে সবকিছু এলোমেলো পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি পুলিশ ও উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতাদের জানান।
আরও পড়ুন: পুরাতন মোবাইল থেকে সহজেই বের করুন সোনা! (ভিডিও)
সোনাগাজী মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। ওই দোকানে লুটের ঘটনার মূল রহস্য উদঘাটনে এবং জড়িতদের গ্রেফতার করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। বাজার ও আশপাশের এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বেলায়েত হোসেন বলেন, এক ঘটনার রেশ না কাটতেই আরেকটি ডাকাতির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত। আগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ ব্যর্থ হওয়ায় আজ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
]]>