ফেনীতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ফেনী | তারিখঃ October 17th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 10 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি পরিচালক নুরুল আবছার।
সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার শাহ পরানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৪ হিজরী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আজান, ক্বিরাত, হামদ-নাত/ গজল, রাসুল (সা:) এর শানে নিবেদিত কবিতা আবৃত্তি ও মহানবী (সা:) এর জীবনী বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীকে পুরস্কার তুলে দেন পুলিশ সুপারসহ অতিথিবৃন্দ।
পুলিশ সুপার জাকির হাসান বলেন, “সংস্কৃতি জীবনের অংশ। শুধু লেখপড়ায় একঘেঁয়েমি চলে আসে। তাই সুস্থ সংস্কৃতির চর্চা জরুরী। তাহলে সুস্থ মানসিকতার বিকাশ ঘটে।সংস্কৃতির চর্চা ধরে রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতির চর্চা করলে জীবন পূর্ণ হবে। এখান থেকে জেলা, বিভাগীয় এমনকি জাতীয় পর্যায়ে পুরস্কৃত হওয়ার সুযোগ রয়েছে। একপর্যায়ে আন্তর্জাতিকভাবে নিজের অবস্থান করে নিতে হবে।”
তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়ে আন্তর্জতিক প্রতিযোগিতায় স্বীকৃতি পেয়েছে। আগে একসময় বিদ্যুত ছিলো না। আধাঘন্টা রেডিওতে গান শুনতাম, ঘুরতাম। ডিজিটাল যুগে হামদ-নাত, ক্বেরাত, আজান প্রতিযোগিতা হচ্ছে। আগে এমন আয়োজন হতো না। সবার মধ্যে সুপ্ত প্রতিভা থাকে। চর্চার মাধ্যমে সেটি বিকশিত করার আহবান জানান তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্র্থী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।




