ফেনীতে “ওয়েডিং মেমোরি” ইভেন্ট প্ল্যানার’র আত্ম-প্রকাশ
ফেনী | তারিখঃ October 23rd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 352 বার
সংবাদ বিজ্ঞপ্তি->>
ফেনীতে “ওয়েডিং মেমোরি” ইভেন্ট প্ল্যানার এর আত্ম-প্রকাশ হয়েছে।
রোববার বিকেলে শহরের তারা নিবাস কমপ্লেক্সের দ্বিতীয় তলায় “ওয়েডিং মেমোরি”র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজ সমাজকর্ম বিভাগের সহকারি অধ্যাপক ফরিদ আলম ভূইয়া।
প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি ফেনী লিও ক্লাবের সহ-সভাপতি লিও ইউসুফ আহমেদ নিষাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনীর সভাপতি লায়ন এ কে এম রফিকুল হক নিপু, ফেনী লিও ক্লাবের উপদেষ্টা লায়ন মন্জুরুল ইসলাম ভূইয়া, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি কবি মনজুর তাজিম, এনজিও ফেয়ার’র নির্বাহী পরিচালক ও আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম, ফেনী লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন আবদুর রহমান সুজন, লায়ন সৈয়দ রইসুল ইসলাম রিমন, লায়ন মুরাদ হাসনাত রাফি, ফেনী লিও ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট জহিরসহ আরো অনেকে।
প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি ইউসুফ আহমেদ নিষাদ বলেন, বিয়ে, হলুদ, জন্মদিন কিংবা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করে ফুটিয়ে তুলতে প্রয়োজনীয় সু-শৃঙ্খল পরিকল্পনা ও ব্যবস্থাপন করতে কাজ করবে “ওয়েডিং মেমোরি”।
অতিথিবৃন্দ ফিতা কেটে উদ্বোধনের পর কেক কাটা এবং দোয়ার আয়োজন করা হয়।




