ফেনীতে কমপেক্ট পলিটেকনিক : আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্ণামেন্টের সমাপনী
অনলাইন ডেস্ক:
ফেনীতে কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ২য় আসর আন্তঃ বিভাগীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ জানুয়ারি) বিকেলে শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফুটবল টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার প্রদীপ্ত খীসা।
এতে বিশেষ অতিথি ছিলেন ডিবিসি নিউজ, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁঞা,আয়কর আইনজীবি ইসমাইল হোসেন সিরাজী।
এতে স্বাগত বক্তব্য রাখেন কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক আবদুর রহমান সুজন,মো: আসাদুজ্জামান,আবদুল কাদের পাটোয়ারী,টুর্ণামেন্টের আহবায়ক ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন।
উল্লেখ্য,ফাইনাল খেলায় ইনস্টিটিউটের ৬ষ্ঠ ব্যাচ – ৪র্থ ব্যাচকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।