ফেনীতে কিশোর গ্যাং দমন ও মাদক নিয়ন্ত্রণের দাবীতে মানববন্ধন
ফেনী | তারিখঃ October 1st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 24 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে কিশোর গ্যাং দমন ও মাদক নিয়ন্ত্রণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ট্রাংক রোড কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন এডভোকেট সমীর কর।
“কিশোর গ্যাং দমনসহ মাদকসেবীদের দৌরাত্ম্যের হাত থেকে আমাদের সন্তানদের নিরাপত্তা চাই” এই প্রতিপাদ্যে সচেতন নাগরিক, অভিভাবক সমাজ ও সুশীল সমাজের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট সাইফুদ্দিন মজুমদার শাহীন, এডভোকেট পার্থ পাল, এডভোকেট মোর্শেদ আলম , সাংবাদিক রবিউল হক রবি, যতন মজুমদার, দিলদার হোসেন স্বপন, জসীম মাহমুদ, কবি বকুল আক্তার দরিয়া, শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন প্রমুখ।
বক্তারা বলেন, কিশোর গ্যাং নামে সমাজের এই দুরারোগ্য ব্যাধি। আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে এখনই এটি দমন করতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ আন্তরিক না হলে এই ক্যান্সারসম কিশোর গ্যাং নির্মূল করা একা প্রশাসনের পক্ষে কঠিন হয়ে যাবে। এজন্য প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি আমাদের সন্তানদের আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য সবাইকে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সাপ্তাহিক স্বদেশ কন্ঠ পত্রিকার সম্পাদক নুর তানজিলা রহমান’র সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ ও সচেতন অভিভাবক অংশগ্রহণ করেন।
এ প্রসঙ্গে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস্) নাদিয়া ফারজানা বলেন, ফেনীতে কিশোর গ্যাং দমনে পুলিশ তৎপর রয়েছে। কিশোর গ্যাং এর ডাটাবেইজ তৈরীর কাজ করছে জেলা পুলিশ। শুধু পুলিশ নয়, কিশোর গ্যাং দমনে রাজনৈতিক নেতাদের পাশাপাশি অভিভাবকদেরও আন্তরিক হতে হবে।
প্রসঙ্গত, ফেনীতে সাস্প্রতিক সময়ে আশংকাজনক হারে বেড়েছে কিশোর গ্যাং এর দৌড়ত্ব। প্রতিনিয়ত হামলা-সংঘর্ষে আহত হয়েছে দুই ডজনেরও বেশি কিশোর। এদের মধ্যে নিহতের ঘটনাও রয়েছে।