ফেনী পৌরসভা

ফেনীতে খাল দখল করে নির্মিত অবৈধ মার্কেট উচ্ছেদ

ফেনীতে খালের জায়গা দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের দাউদপুর এলাকায় পাগলীছরা খালের উপরে ১২ শতক জায়গায় দখল করে নির্মান করা অবৈধ ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা ও সহকারী কমিশনার ভূমি (সদর) মো. ফখরুল ইসলাম।

এসিল্যান্ড মো. ফখরুল ইসলাম জানান, জেলায় ৬টি নদীসহ প্রায় ৩শ’র অধিক ছোট-বড় খাল রয়েছে। দীর্ঘদিন এসব খাল ও নদী সংলগ্ন স্থানে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পাকা বাড়ি-ঘর নির্মাণ করে দখলে রেখেছে। এতে বর্ষা মৌসুমে পানি বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এসব গুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে বুধবার জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে দাউদপুর এলাকায় পাগলীছরা খালের উপরে ১২ শতক জায়গায় নির্মান করা ৩০টি অবৈধ দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে উচ্ছেদ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যাক্তি বলেন, ফেনী পৌরসভার ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাইফু নিজ উদ্যোগে এসব স্থাপনা নির্মান করে মোটা অংকের অর্থের বিনিময়ে ভাড়া দিয়েছিলেন।

তবে অভিযুক্ত কাউন্সিল সাইফুর রহমান সাইফুকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করে মসজিদে জোহরের নামাজ পড়ছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!