ফেনীতে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
ফেনীতে গাঁজাসহ মাদক বিক্রেতা আশিক মাহমুদ তুষারকে (২৭) আটক করেছে র্যাব। রোববার সন্ধ্যায় ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা সততা ফিলিং স্টেশনের সামনে থেকে প্রায় ২ কেজি গাঁজা সহ মাদক বিক্রেতা তুষারকে আটক করে র্যাব। তুষার জেলার দাগনভূঞা উপজেলার রামনগর গ্রামের আবু তাহেরে ছেলে।
র্যাব-৭ ফেনী র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা সততা ফিলিং স্টেশনের সামনে উপস্থিত হলে র্যাবকে দেখে এক যুবক দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা এসময় ধাওয়া করে আশিক মাহমুদ তুষারকে আটক করে। পরে সাথে থাকা ব্যাগ থেকে এক কেজি ৯০০ গ্রাম গাঁজার প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত তুষার জানায়, সে সুকৌশলে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য (গাঁজা) নোয়াখালী-ফেনীসহ আশেপাশের জেলাগুলোতে বিভিন্ন মাদক সেবী ও বিক্রেতাদের কাছে বিক্রী করে আসতো।
র্যাব আরো জানায়, আটককৃত যুবক ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।