Feni (ফেনী)ফেনী সদর

ফেনীতে গৃহসহ ভূমি পাচ্ছে আরও ৮৪ ভূমিহীন পরিবার

মো: মিজানুর রহমান (পলাশ)

মুজিববর্ষে দ্বিতীয় ধাপে ফেনীতে আরও ৮৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার গৃহসহ ভূমি পাচ্ছে। আগামী রোববার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মতো ফেনীতেও ঘরগুলোর উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, ফেনীতে ভূমিসহ ঘরপ্রাপ্ত সুবিধাভোগীদের মধ্যে সদর উপজেলায় ৬১টি, সোনাগাজী উপজেলায় ১৩টি এবং ফুলগাজী উপজেলায় ১০টি পরিবার ঘর পাচ্ছে। এসব পরিবারের জন্য গৃহ নির্মাণ করে কবুলিয়াত দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর ও ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত এসব ঘরে দুটি কক্ষ, একটি বারান্দা, একটি শৌচাগার ও একটি রান্নার কক্ষ রয়েছে। এছাড়াও ঘরে বসবাসকারীদের জন্য খাবারের সুপেয় পানিসহ নানা নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, ফেনীতে মুজিববর্ষে ‘ক’ শ্রেণির ১ হাজার ৯৬২ পরিবারকে ভূমিসহ ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ২২৬ পরিবার, সোনাগাজীতে ১ হাজার ৩১৫ পরিবার, দাগনভূঞায় ১৭৭ পরিবার, ছাগলনাইয়ায় ১১২ পরিবার, পরশুরামে ৩৮টি এবং ফুলগাজীতে ৯৪ পরিবার এ সুবিধা ভোগ করতে পারবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!