ফেনীতে ছাত্রদলের অনুষ্ঠান বিএনপি নেতাদের বয়কট
নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে মঞ্চের সামনে মনোয়ার হোসেন দুলালকে দেখে কর্মসূচী বয়কট করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। তাদের সাথে যুবদল-ছাত্রদলেরও অনেকেই অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা গেছে। গতকাল মঙ্গলবার বিকালে শহরের হাজারী রোডের ডিএম কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল। জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী ও আলাউদ্দিন গঠন কমিউনিটি সেন্টারের মঞ্চের সামনের সারিতে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলালকে দেখতে পান। তারা বিষয়টি অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালকে অবহিত করেন। একপর্যায়ে আলালউদ্দিন আলাল, অপর তিন যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন ও আনোয়ার হোসেন পাটোয়ারী কর্মসূচী বর্জন করে স্থান ত্যাগ করেন। এসময় পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, পৌর আহবায়ক জাহিদ হোসেন বাবলু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী, রশিদ আহমদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, ফেনী সরকারি কলেজের আহবায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব আশিকুর রহমান, পৌর সদস্য সচিব ইব্রাহিম পাটোয়ারী ইবু প্রমুখ নেতাকর্মী তাদের সাথে চলে যান। এর কিছুসময় পর মনোয়ার হোসেন দুলালও সভাস্থল ত্যাগ করেন।
একপর্যায়ে অনুষ্ঠান শুরু হলে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, জেলা যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আয়াত মাহমুদ জুয়েল, মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান, যুবদলের সহ-সভাপতি হাবিব উল্যাহ পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন, পৌর সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কপিল উদ্দিন পাটোয়ারী, সাইফুল ইসলাম জিকু, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, সদর উপজেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম প্রমুখ।
কর্মসূচী বর্জনের বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ফেনীর সময় কে জানান, মনোয়ার হোসেন দুলাল দলের কোনপর্যায়ে দায়িত্বে নেই। ক’দিন আগেও তিনি যুবদলের একটি কর্মসূচীতে দলীয় শৃঙ্খলা বিরোধী বক্তব্য দিয়েছেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন ফেনীর সময় কে জানান, মনোয়ার হোসেন দুলালকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি কেন এসেছেন আমরা জানিনা। তার উপস্থিতি দেখে বিএনপি নেতারা অনুষ্ঠান ত্যাগ করেছেন। আলোচনা শেষে লন্ডন বিএনপি নেতা কাজী সাইফুল আলম মুন্নার সার্বিক সহযোগিতায় সংগঠনের ৫০ জন দুস্থ নেতাকর্মীদের অনুদান প্রদান করা হয়।