ফেনীতে ছাত্রলীগের দাবীর মুখে ‘হাফ ভাড়া’ কার্যকরে সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলার বিভিন্ন রুটে বাসে ‘হাফ ভাড়া’ যৌক্তিক ও অধিকার উল্লেখ করে কলেজ ছাত্রলীগ সভাপতি নোমান হাবিবের দেয়া আবেদনের প্রেক্ষিতে সেটি কার্যকরের আশ্বাস দিয়েছেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। রবিবার দুপুরে ফেনী সরকারি কলেজ, ফেনী সিটি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৌরসভায় গিয়ে মেয়র স্বপন মিয়াজীর সাথে সাক্ষাত করে বিষয়টি উত্থাপন করেন। এসময় ছাত্রলীগ নেতা নোমান হাবিব এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন।
ওই আবেদনে উল্লেখ করা হয়, “শত বছরের ঐতিহ্যবাহী ফেনী সরকারি কলেজে প্রায় ২৩ হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। এদের অনেকেই নিয়মিত যাতায়াত করতে হয়। জেলা সদর ছাড়াও জেলার অপর ৫ উপজেলা পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা এবং সোনাগাজী ছাড়াও পাশ্ববর্তী জেলা নোয়াখালীর সেনবাগ, কোম্পানীগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোর্ট, চট্টগ্রামের মিরসরাই, মিঠাছড়া, বারইয়ারহাট, খাগড়াছড়ির রামগড় এলাকার হাজার হাজার শিক্ষার্থী এ কলেজে আসা-যাওয়া করে। অনেক মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েরাও এ কলেজের শিক্ষার্থী। বিভিন্ন সময় পরিবহন ভাড়া বৃদ্ধি হলে শিক্ষার্থীদেরও বাড়তি টাকা নিতে বাধ্য করে। এতে তাদের অভিভাবকরা ছেলে-মেয়েদের খরচ মেটাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়। প্রায়সময় ছাত্র-ছাত্রীরা হাফ ভাড়া দিতে গেলে পরিবহনের হেলপারদের সাথে বাকবিতন্ডা সহ অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এজন্য বাসে হাফ ভাড়া কার্যকর এখন সময়ের দাবী। এতে করে শুধু ফেনী সরকারি কলেজই নয়, জেলা শহরে থাকা ফেনী ইউনিভার্সিটি সহ অপরাপর কলেজ ও মাদরাসা সমূহের ছাত্র-ছাত্রীরা এর সুফল পাবে।” এ ব্যাপারে নোমান হাবিব তাদের এ দাবী কার্যকর করতে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর হস্তক্ষেপ কামনা করেন।
মেয়র স্বপন মিয়াজী বিষয়টি নিয়ে পরিবহন নেতাদের সঙ্গে বিষয়টি আলাপ করেন। এসময় ফেনী-বারইয়ার হাট বাস মালিক সমিতির সভাপতি মো: হানিফ, সোনাগাজী বাস মালিক সমিতির সেক্রেটারী গোলাম কিবরিয়া মানিক, গ্রীন টাউন সার্ভিস বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঞা, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরিবহন মালিক-শ্রমিকরাও ছুটির দিন শুক্রবার ব্যতিত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করে হাফ ভাড়া আদায়ের বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন। অন্যান্য আন্ত:জেলা রুটের সাথেও বৈঠক করে মানবিক বিবেচনায় হাফ ভাড়া কার্যকর করতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেবেন বলে মেয়র স্বপন মিয়াজী সাংবাদিকদের জানান।