ফেনীতে জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু
<![CDATA[
ফেনীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব- ১৮) ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খায়রুল আনাম জিমনেশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি তথ্য কমিশনার ড. আবদুল মালেক। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে চ্যাম্পিয়নশিপ ব্যবস্থাপনা করছে ফেনী জেলা ক্রীড়া সংস্থা।
প্রধান অতিথি নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘ক্রীড়ার জন্য বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল নিবেদিত ছিলেন। ক্রীড়ায় বর্তমান উন্নয়ন তারই ধারাবাহিকতা। বর্তমান সরকার যতদিন থাকবে, ততদিন ক্রীড়ায় সফলতা আসবে, ব্যাডমিন্টনের মানোন্নয়ন হবে।’
তথ্য কমিশনার ড. আবদুল মালেক বলেন, ‘ফেনীতে দ্বিতীয়বার জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরে খুব কমই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হয়ে থাকে। ক্রীড়া ব্যবস্থাপনায় ফেনীর সক্ষমতা রয়েছে।’
আরও পড়ুন: মাঠের বাইরে পেলের যত অর্জন
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক যুগ্মসচিব শাহ আলম সরদার, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন মো. আলমগীর। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার প্রমুখ।
আরও পড়ুন: ফিটনেস ফিরে পেতে জোর অনুশীলনে মাশরাফী
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, দেশের ৫ বিভাগের ৪২ জেলা থেকে ৫১টি দলে ২৬৭ খেলোয়াড় প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। তাদের মধ্যে ২০৭ জন কিশোর এবং ৬০ জন কিশোরী। আগামী সোমবার (২ জানুয়ারি) প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে।
]]>