ফেনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, নিহত ১
ফেনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবদুল লতিফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা দেলোয়ার হোসেন বলেন, আবদুল লতিফের কেনা জমিতে জোরপূর্বক টিউবওয়েল বসানোর কাজ শুরু করেন প্রতিবেশী আবদুল মোমিন। এ কাজে বাধা দিলে আবদুল মোমিনসহ তার সহযোগীরা লতিফের ওপর হামলা চালায়। তাদের মারধরে আবদুল লতিফ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুল লতিফ ওই গ্রামের মোহাম্মদ আলী ভূঁইয়া বাড়ির মৃত ওহিদুর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন জানান, টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আবদুল লতিফের মৃত্য হয়েছে বলে জেনেছি। তবে মোমিনের বাড়ির উঠানে আবদুল লতিফের কেনা সম্পত্তি রয়েছে বলে জানান তিনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।