ফেনীতে দুই গাঁজা সেবীর জেল-জরিমানা
ফেনী | তারিখঃ October 21st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 243 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে গাঁজাসহ আটক করে দুই মাদকসেবিকে ১০ দিনের কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদা কুলসুম কলি ও সুবল চাকমা এ রায় দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, দুপুরে ফেনী শহরের স্টেডিয়াম এলাকার কামাল হাজারী সড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টাস্কফোর্স অভিযান চালানো হয়। এসময় মো. ফুল মিয়া (৫০) ও মো. জাকারিয়া খান (২০) নামের দুই মাদকসেবিকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যম্যান আদালত আটককৃতদের ১০ দিনের কারাদন্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেন।
ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা কুলসুম কলি জানান, দণ্ডপ্রাপ্তদের ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর উপপরিচালক মো. মিজানুর রহমান শরীফ, পরিদর্শক মো. মোজাম্মেল হক, গোপাল কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন।