Feni (ফেনী)ফেনী

ফেনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে শিক্ষার্থী নিহত, আহত-২

ফেনী | তারিখঃ December 7th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 96 বার

সদর প্রতিনিধি->>

ফেনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ইয়াছিন আরাফাত সাগর (১৭) নামে একজন শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বিকেলে ফেনী-সোনাইমুড়ি সড়কের ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। এসময় অপর দুইজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তির পর ঢাকা মোডকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসার দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহত ইয়াছিন আরাফাত সাগর ফেনীর দাগনভূঁঞায় সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের আমির হোসেন জাহাঙ্গীরের একমাত্র ছেলে এবং চলতি বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিল।
আজ
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেনী-সোনাইমুড়ি সড়কের ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর নামক স্থানে দুটি বিপরীতমূখী দ্রুতগামী মোটরসাইকেলে মুখোমুখী সংঘর্ষে তিন জন আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন আরাফাত সাগরকে মৃত ঘোষনা করেন। বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেলে একজন ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছিলেন। তিনি তার কোম্পানীর ব্যবসায়ীক কাজ শেষে শহরের বাসায় ফিরছিলেন। তার নাম জানা যায়নি। গুরুতর আহত একজনকে হানপাতালে ভর্তি এবং অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে ভর্তি রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, নিজাম উদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!