ফেনীতে দুই হাজার ইয়াবা সহ যুবক গ্রেপ্তার
ফেনী | তারিখঃ October 5th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 119 বার
সদর প্রতিনিধি->>
ফেনীর লালপোল দুই হাজার ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার সাইফুল ইসলাম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বেতুয়া বাজার এলাকার আবদুস সালামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, কক্সবাজার থেকে এক মাদক কারবারি বিপুলসংখ্যক ইয়াবা নিয়ে একটি যাত্রীবাহী বাসে করে ঢাকায় যাচ্ছেন, এমন খবর পেয়ে অধিদপ্তরের লোকজন লালপোল এলাকায় তল্লাশি চালান। পরে যাত্রীবাহী ওই বাসে তল্লাশি করে সাইফুল ইসলামের কাছ থেকে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। বিক্রির জন্য দুই হাজার ইয়াবা নিয়ে সাইফুল ঢাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা ইয়াবার বাজারমূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা।
ফেনী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ইয়াবা সহ যুবক আটকের ঘটনায় ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্র্ন আইনে মামলা করেছেন। পরে সাইফুল ইসলামকে ফেনী মডেল থানা–পুলিশে সোপর্দ করা হয়। বিকেলে আসামি মো. সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




