ফেনীতে পুলিশের বাধা উপেক্ষা করে যুবদলের বিক্ষোভ মিছিল
ফেনী | তারিখঃ November 2nd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 36 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে পুলিশের বাধা উপক্ষো করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা ‘মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির’ প্রতিবাদে বুধবার মিছিলটি ফেনী শহরের বড় মসজিদ, প্রেস ক্লাব, খেজুর চত্তর হয়ে ইসলামপুর রোড প্রদক্ষিণ করে বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এদিকে মিছিলটি গলি থেকে মুলসড়কে উঠতে গেলে দায়িত্বরক পুলিশ সদস্যরা বাধা দেয়। এসময় নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে মিছিল করে।
মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি হাবিব উল্লাহ পারভেজ।
পৌর যুবদলের সদস্য সচিব সোহাগ রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনার, জেলা যুবদলের প্রচার সম্পাদক, ফখরুল উদ্দিন, সদর থানা যুবদলের আহ্বায়ক নিজাম পাটোয়ারী।
মিছিলে সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মির, সবুজ শেখ ফরিদ, রিপন, সাইফুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম রাসেল, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব, ইমাম হোসেন পবীর, ইউনুস রুবেল সহ জেলা সদর উপজেলা পৌর যুব দলের নেতারা উপস্থিত ছিলেন।




