ফেনীতে বাসদের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও সমাবেশ
ফেনী | তারিখঃ November 12th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 358 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে বাসদের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ও ১০৫ তম মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লব বার্ষিকীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ফেনী জেলার উদ্যোগে লাল পতাকা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহরের শহীদ মিনার চত্বরে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলী সদস্য কমরেড নিখিল দাস। জেলা আহবায়ক মালেক মনসুরের সভাপতিতে এতে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়কের ডাক্তার হারাধন চক্রবর্তী, সদস্য সচিব অর্জুন দাস, সিরাজ উল্লাহ ও সালমা আক্তার কলি।
প্রধান আলোচক কমরেড নিখিল দাস বলেন, নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির ফলে জনগণ প্রয়োজনীয় জিনিস ক্রয়ের ক্ষমতা হারিয়ে ফেলেছে। সরকার এ বিষয়ে নির্বিকার। কখনো কখনো সরকারের বাণিজ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে উস্কানি দেয়। তাই সাধারণ মানুষ চরম ভোগান্তিতে আছে। দেশে একদিকে দুর্নীতি দুঃশাসন চলছে অন্যদিকে সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বাসদ গত ৪২ বছর ধরে দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাসহ পুঁজিবাদ বিরোধী শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। রুশ বিপ্লব থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে এমন সমাজ প্রতিষ্ঠা করা দরকার।
মিছিল ও সমাবেশ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।