Feni (ফেনী)ফেনী সদররাজনীতিসর্বশেষ
ফেনীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ – দৈনিক ফেনীর সময়
নিজস্ব প্রতিনিধি :
সারাদেশে ধরপাকড়, মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে ফেনীতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে শহরের ইসলামপুর রোডের দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির আহবায়ক শেখ ফরিদ বাহার।
সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন চৌধুরী, কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদলের সহ-সভাপতি হাবিব উল্লাহ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।