Feni (ফেনী)ফেনী

ফেনীতে বিপুল পরিমান ভারতীয় অবৈধ খাদ্য সামগ্রী আটক

ফেনী | তারিখঃ October 10th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 233 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে ভারতীয় অবৈধ খাদ্য সামগ্রী আটক করেছে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল হাজারী রোড সংলগ্ন একটি গুদামে তল্লাশী করে ৪৯ কার্টুন ভারতীয় অবৈধ খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ১০ জন বিজিবি সদস্য, এবং ৩ জন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল হাজারী রোড সংলগ্ন একটি গুদামে তল্লাশী করে। এসময় ৯ কার্টুন ভারতীয় অবৈধ খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত ভারতীয় অবৈধ খাদ্য সামগ্রীর আনুমানিক মূল্য ৪ লাখ ৫২ হাজার ১৮০ টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, আটককৃত মালামাল ফেনী কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!