Feni (ফেনী)ফেনী

ফেনীতে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিক মিস্ত্রী নিহত

ফেনী | তারিখঃ September 26th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 123 বার

নিজস্ব প্রতিবেদক->>

ফেনীতে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ছাইদুল ইসলাম রাজু (২৫) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রী নিহত হয়েছে। সোমবার ভোরে শহরের রাসমনি কালি মন্দিরে এঘটনা ঘটে।

নিহত ছাইদুল চট্টগ্রাম জেলার মিরসরাইয় উপজেলার কাটাছরা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মুরাদপুর এলাকার জুনু সওদাগর বাড়ি ওরফে বড় বাড়ির মুক্তার হোসেনের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর জানান, ছাইদুল ইসলাম রাজু গায়ে হলুদ অনুষ্ঠানে স্টেজ ভিডিও, ভিডিও ম্যান ও বৈদ্যুতিক কাজসহ বিভিন্ন ইভেন্টে ইলেক্ট্রিক কাজ করতেন। রোববার রাতে তিনি ফেনী জেলার রাসমনি কালি মন্দিরে একটি ইভেন্টের কাজ করতে যান। কাজ করার সময় সোমবার ভোর রাতের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসিফ ইকবাল বলেন, হাসপাতালে আনার আগেই ছাইদুলের মৃত্যু হয়েছে। তার মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!