ফেনীতে মাছের আড়ালে গাঁজা বিক্রী, অতপর জেল-জরিমানা
ফেনী | তারিখঃ October 29th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 399 বার
শহর প্রতিনিধি->>
প্রকাশ্যে মাছ ব্যবসায়ী হলেও আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করেন তিনি। শনিবার দুপুরে গাঁজাসহ গ্রেপ্তার হলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। পরে তাঁকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম মো. মাঈন উদ্দিন ওরফে মনু (৪৫)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামের মৃত আবদুর রবের ছেলে। তাঁর উপজেলা সদরের মাছের বাজারে ‘মায়ের দোয়া মৎস্য আড়ত’ নামে একটি দোকান ও উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের ‘বাংলাদেশ-ভারতের সীমান্ত হাটে’নামে একটি মাছের দোকান আছে।
ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত হাটে মাছের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন তিনি। বিশেষ করে গাঁজা সংগ্রহ করে ছাগলনাইয়া ছাড়াও জেলার বিভিন্ন জায়গার মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে আসছেন।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে মাঈন উদ্দিনের মাছের আড়ত ও তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত বসানোর পর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন মাঈন উদ্দিন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, মাছের ব্যবসার আড়ালে মাদক (গাঁজা) ব্যবসায় যুক্ত ছিলেন মাঈন উদ্দিন নামের এক ব্যক্তি। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।