ফেনীতে মাদ্রাসা শিক্ষকদের ১৩ দফা দাবী আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ফেনী | তারিখঃ November 14th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 52 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে মাদ্রাসা শিক্ষকদের ১৩ দফা দাবী আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ নভেম্বর) সকালে তিন শতাধিক শিক্ষকের উপস্থিতিতে ফেনী জেলা জামিয়াতুল মোদার্রেছীন জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষা, স্বতন্ত্র শিক্ষাক্রম,পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে জেলা জামিয়াতুল মোদার্রেছীন জেলা সেক্রেটারি মোহাম্মদ নুরুল আফছার ফারুকী, সহ-সভাপতি ছিদ্দিক উল্যাহ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও দাগনভূঁঞা উপজেলা সেক্রেটারি ফারুক আহমেদ ভূঁঞাসহ বিভিন্ন মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে জেলা সেক্রেটারি মোহাম্মদ নুরুল আফছার ফারুকীর নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।