ফেনীতে রান্না খাবার ফ্রিজে রেখে বিক্রি, দুই হোটেলের অর্থদন্ড
ফেনী | তারিখঃ September 26th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 182 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে ফ্রিজে রান্না ও বাসি খাবার রেখে বিক্রি অপরাধে দুই হোটেল মালিককে ৪০ হাজার টাকা অর্থদন্ড (জরিমানা) করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার লিজা আক্তার বিথী অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার লিজা আক্তার বিথী অভিযান চালায়। এসময় ফেনী শহরের ট্রাংক রোডের আলম রেস্টুরেন্ট এন্ড বিরানী হাউসের ফ্রিজে রান্না করা বাসি খাবার রেখে বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের রোজ গার্ডেন এন্ড বিরানী হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী জানান, ২০১৪ সালের হোটেল ও রেস্তোরাঁ আইন এবং ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্গন করায় উক্ত দুই হোটেলকে জরিমানা করা হয়েছে। আইন অমান্য করলে আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।