ফেনীতে রাস্তা পারের সময় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
ফেনীতে অটোরিকশার ধাক্কায় মো. রিফাত (১০) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের ধলিয়া কারীবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। রিফাত স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে ধলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল আটটার দিকে মো. রিফাত বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। ফেনী-সোনাগাজী সড়কের ধলিয়া কারীবাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।