Feni (ফেনী)ফেনী

ফেনীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্বলন

ফেনী | তারিখঃ December 14th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 19 বার

শহর প্রতিনিধি->>

ফেনীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে বুধবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ¦লন করা হয়েছে। শহরের ফেনী সরকারী কলেজ বধ্যভূমির পাশে নির্মিত স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ¦লন করে বীরমুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার মাগরিবের নামাজের পর স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালিয়ে মাধ্যমে আলোক প্রজ্বলন অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মো. মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অশিষেক দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ফেনী সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বীরমুক্তিযোদ্ধা আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা মোহম্মদ মোস্তফা, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম, ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক বিজয় নাথ প্রমুখ।

মোমবাতি প্রজ্বলনের পর এক মিনিট নিরবতা পালন শেষে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মেনাজাত করা হয়।

বীরমুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, ’৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিকামী যোদ্ধাদের ধরে এনে ফেনী কলেজের মাঠে গোলপোস্টে সাথে ঝুলিয়ে হত্যা করে লাশ পাশের খাদে ফেলে দেওয়া হয়েছিলো। বিজয়ের পর অনেক মুক্তিকামীর লাশ খুঁজে পেতে স্বজনরা ভিড় করেছিলো এই স্থানে। ’

বীরমুক্তিযোদ্ধা মোহম্মদ মোস্তফা বলেন, ‘আমাদের যে সকল ভাইয়েরা দেশের জন্য শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে আমরা তাদের আতœার শান্তি কামনা করছি। একই সাথে বুদ্ধিজীবী হত্যায় জড়িত সকল রাজাকারদের ফাঁসির দাবি জানাচ্ছি। ’

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, দিনব্যাপি জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্নভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। সকালে এই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এর পর বীরমুক্তিযোদ্ধা খাজা আহমেদের নামে ফেনী সরকারী কলেজের অডিটোরিয়াম নামকরণ করা হয়। সন্ধ্যায় মোমবাতি জ¦ালিয়ে আলোক প্রজ্বলন করা হয়েছে। আমরা মনে করি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলে নবীন প্রজন্ম তাদের সম্পর্কে ধারণা পাবে। প্রতিটি নাগরিকের উচিৎ এ দিনটি স্মরণ করা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!