ফেনীতে শেখ কামাল জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল
<![CDATA[
ফেনীতে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল জাতীয় অনুর্ধ্ব ১৪ ও ১৮ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
খেলায় অনুর্ধ্ব-১৪ বালিকা এককে পাবনা জেলার সিনথিয়া খানম প্রিয়ন্তি ২১-১১ ও ২১-১০ পয়েন্টে (২-০ সেটে) শরিয়তপুর জেলার সোনালী আক্তারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা দ্বৈতে সিলেটের আরিন ও জাহি সিনহা জুটি ২১-১৩ ও ২১-১৩ পয়েন্টে (২-০ সেটে) চট্টগ্রামের জোবায়দা ইসলাম ও প্রতিভা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অনুর্ধ্ব-১৪ বালক এককে চট্টগ্রামের মুসতাকিম ২১-২৩, ২১-১৩ ও ২১-১৮ পয়েন্টে (২-১ সেটে) চট্টগ্রামের ছোটনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান।
আরও পড়ুন: ‘জেতবে ব্যাডা বরিশাল’
ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সকল কার্যনির্বাহী পরিষদের সদস্য, খেলোয়াড় ও ক্রীড়ামোদী বিপুল সংখ্যক দর্শক।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, ব্যাডমিন্টনর মতো খেলা জাতীয় একটি প্রোগ্রাম ফেনীতে এতে সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এটা আমাদের জন্য বড় সফলতা।
তিনি আরও বলেন, ফেনীকে ক্রীড়ার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ভেন্যু হিসাবে গড়ে তুলতে হবে। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। টিম ওয়ার্ক ঠিক থাকায় জাতীয় এ খেলাটি সফলতার সঙ্গে শেষ হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে শেখ কামাল যুব গেমসের উদ্বোধন
প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমনি ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ক্রীড়ায় অনেক সফলতা রয়েছে। এজন্য তৃণমূল পর্যায়ের ধারাবাহিকভাবে খেলায় নিয়মিত অনুশীলন করলে বাংলাদেশ আপনাদের হাত ধরে এগিয়ে যাবে। সন্তানদের নিয়মিত খেলায় অংশগ্রহণ করতে উৎসাহী করতে হবে। তাহলে ভালো মানের খেলোয়াড় তৈরি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যখনই সুযোগ পান তিনি খেলা দেখেন, আমি মনে করি ক্রীড়াঙ্গনকে ভালো অবস্থানে নিয়ে যেতে হবে। ছাত্র ও যুব সমাজকে ক্রীড়া প্রতিযোগিতা এগিয়ে আসলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে।
খেলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
]]>