ফেনীতে শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে ছিন্নমূল পথশিশুদের মধ্যে খাবার বিতরণ
ফেনী | তারিখঃ September 28th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 197 বার
শহর প্রতিনিধি->>
ফেনীতে শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে ছিন্নমূল পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফেনী পৌর সভার জেলা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর উদ্যোগে প্রায় ১০০ জন অসহায় পথশিশুদের সাথে আনন্দঘন পরিবেশে কেক কেটে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক রিয়াজ আজিজ চৌধুরী রাজীব, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার, ফেনী কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব সহ জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, ডিজিটাল বাংলাদেশের রুপকার, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে পথশিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে অতন্ত্য আনন্দিত আমরা। তাদের খুশিতে আমাদের ভালো লাগা। এই শিশুরা ভালো খাবার খেতে পারে না তাই আজকের এই শুভ দিনে তাদের জন্য চেষ্টা করেছি এক বেলার ভালো খাবার ব্যবস্থা করার।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের অভিবাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জন্মদিনে ছিন্নমূল শিশুরা যেন উদযাপন করতে পারে সেই জন্য আজকে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।