ফেনীতে ‘সমন্বিত অফিস’ নির্মাণের উদ্যোগ কাগজে-কলমে
নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলায় সরকারি বিভিন্ন দপ্তরের জন্য ‘সমন্বিত অফিস’ নির্মাণের উদ্যোগ নেয়া হয় গত দুই বছর আগে। জায়গা সংকটের কারণে সেই উদ্যোগ স্থাপত্য অধিদপ্তরে কাগজে-কলমে ফাইলবন্দি হয়ে আছে।
জেলা প্রশাসন ও গণপূর্ত সূত্র জানায়, ২০২০ সালে মো: ওয়াহিদুজজামান জেলা প্রশাসক থাকাকালে ‘সমন্বিত অফিস’ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এরপর ওই উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। আবু সেলিম মাহমুদ উল হাসান জেলা প্রশাসক হিসেবে দাায়িত্ব গ্রহণের পর শহরের দেওয়ানগঞ্জ এলাকায় ‘সমন্বিত অফিস’ নির্মাণের জন্য প্রায় ৪৮শতক জায়গা নির্বাচন করে স্থাপত্য অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়। গত ২৪ আগস্ট স্থাপত্য অধিদপ্তরের একটি সভায় উল্লেখিত জায়গায় প্রস্তাবিত ‘সমন্বিত অফিস’ নির্মাণ করা যাবেনা মর্মে সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে ফেনীস্থ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন ফেনীর সময় কে বলেন, “সমন্বিত অফিস’ নির্মাণের প্রস্তাবনা স্থাপত্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে ফিরতি চিঠি পেলে চাহিদানুযায়ী জেলা প্রশাসক জায়গা বরাদ্দ দেবেন। এরপর নির্মাণের উদ্যোগ নেয়া হবে।”